1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি আটক, ভারতীয় পণ্য জব্দ - probahonews24
September 11, 2025, 1:46 pm

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি আটক, ভারতীয় পণ্য জব্দ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, September 8, 2025
  • 40 Time View
“ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আটক তিন আসামিকে থানায় আনা হচ্ছে”

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি আটক, ভারতীয় পণ্য জব্দ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মালামালও উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন— ১. মোঃ আলমগীর হোসেন (৩৫) – গ্রাম জয়নগর, ছাগলনাইয়া। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা বিচারাধীন ২. আব্দুর রশিদ (৩৯) – গ্রাম উত্তর মন্দিয়া, শুভপুর ইউনিয়ন। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক ও নারী নির্যাতন মামলা অন্তর্ভুক্ত। ৩. নজরুল ইসলাম ওরফে সুজন (৩২) – গ্রাম বাঁশপাড়া, ছাগলনাইয়া পৌরসভা। তার বিরুদ্ধে ৫টি মামলা তদন্তাধীন রয়েছে। উদ্ধারকৃত পণ্য একটি পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় ২০টি শাড়ি ও ১১টি থ্রিপিস উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা। ঘটনাটির পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশের আহ্বান অভিযান প্রসঙ্গে ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে—অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন। স্থানীয়দের উদ্দেশ্যে তারা বলেন, কেউ তথ্য দিলে তার পরিচয় সর্বদা গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category