1. thpshopbd@gmail.com : admin :
ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonews24
September 11, 2025, 1:20 pm

ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, September 11, 2025
  • 36 Time View
আইন বিভাগে নতুন কমিটি, মতবিনিময় সভায় ভবিষ্যৎ পরিকল্পনা

ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বিভাগীয় সমস্যা, পাঠদান পদ্ধতি, একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। শিক্ষকরা মনোযোগ সহকারে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ। এছাড়া প্রভাষক কাজী তাসনিম জাহান, তৌহিদুল ইসলাম, মাধবী পাল, শরীফ হোসাইনসহ আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ল স্টুডেন্টস’ ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজিব, ব্লাড সেলের বিদায়ী সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। সভায় ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস’ ফোরাম ও ল ব্লাড সেলের শূন্য পদগুলো পূরণের মাধ্যমে নতুন কমিটি পুনর্গঠন করা হয়। ল স্টুডেন্টস’ ফোরাম: সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক রনক রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সবুজ এবং সহকারী অর্থ সম্পাদক আরফান হোসেন। ল ব্লাড সেল: সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সজিব এবং প্রচার সম্পাদক মোহাম্মদ। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে আইন বিভাগকে আরও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category