1. thpshopbd@gmail.com : admin :
“১৫ মাস ধরে দুবাইয়ের জাহাজে আটক ফেনীর সিফাত, দেশে ফেরার আকুতি” - probahonews24
September 11, 2025, 1:36 pm

“১৫ মাস ধরে দুবাইয়ের জাহাজে আটক ফেনীর সিফাত, দেশে ফেরার আকুতি”

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, September 7, 2025
  • 7 Time View
“কোম্পানির দ্বন্দ্বে পাসপোর্ট আটকে, দুবাইয়ে বন্দি ফেনীর যুবক”

“১৫ মাস ধরে দুবাইয়ের জাহাজে আটক ফেনীর সিফাত, দেশে ফেরার আকুতি”

রিপোর্ট: মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিখারি গ্রামের যুবক আজহারুল হক সিফাত (৩৫) প্রায় ১৫ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই উপকূলে নোঙর করা একটি সামুদ্রিক জাহাজে আটকা রয়েছেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দেশে ফেরার জন্য তিনি বারবার আকুতি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় সিফাত কয়েক বছর আগে দুবাই যান। সেখানে তিনি প্রাইম ট্যাঙ্কারস নামের একটি প্রতিষ্ঠানের অধীনে এমটি গ্লোবাল পিস নামের একটি ট্যাঙ্কার জাহাজে নাবিক হিসেবে যোগ দেন। জাহাজটির মালিক জুগবিন্দর সিং ব্রার। প্রতিষ্ঠানটি এর আগে শেল সিপিং কোম্পানির অধীনে চার্টারে পরিচালিত হতো। গত ১৪ এপ্রিল জাহাজটির সর্বশেষ পণ্য খালাস হয় এবং সেদিনই সিফাতের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি ও চার্টার পার্টির মধ্যে আর্থিক জটিলতার কারণে তার পাসপোর্ট ও সিডিসি কাগজপত্র আটকে রাখা হয়। এর ফলে তাকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত তিনি সেই জাহাজেই মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের দাবি, সিফাতকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category