
মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী: দাগনভূঁঞা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠোর অবস্থান নিয়ে অপরাধ দমনে কাজ শুরু করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হয় ওসি থাকবে, নয়তো অপরাধী থাকবে—একসাথে দু’টি থাকতে পারে না।
থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজের অবস্থান ব্যাখ্যা করে ওসি নোমান জানান, দায়িত্ব গ্রহণের পরপরই শীর্ষ ডাকাত, মাদক কারবারিসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি ইউনিয়নে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশে কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।
নবাগত ওসি আরও জানান, সরকারের নির্দেশনা ও পুলিশ সুপার (এসপি)-এর দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, জনগণ যেন ঘরের দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে—সেই নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।
এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান দাগনভূঁঞা থানায় যোগদানের ১০ দিনও পূর্ণ হয়নি। অথচ এই অল্প সময়ের মধ্যেই এলাকায় কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি।
যেসব এলাকায় আগে নিয়মিত চুরি ও ডাকাতির ঘটনা ঘটত, সেখানে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।