1. thpshopbd@gmail.com : admin :
“স্বপ্নের গ্রাম রক্ষায় প্রথম পদক্ষেপ”—নদী ভাঙন ঠেকাতে নবাবপুর চেয়ারম্যানের উদ্যোগ - probahonews24
September 11, 2025, 9:46 am

“স্বপ্নের গ্রাম রক্ষায় প্রথম পদক্ষেপ”—নদী ভাঙন ঠেকাতে নবাবপুর চেয়ারম্যানের উদ্যোগ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 9, 2025
  • 36 Time View
ভাঙনের ভয়াল থাবা থেকে সুলতানপুর গুচ্ছ গ্রামকে বাঁচাতে জহির চেয়ারম্যানের কাজ শুরু

“স্বপ্নের গ্রাম রক্ষায় প্রথম পদক্ষেপ”—নদী ভাঙন ঠেকাতে নবাবপুর চেয়ারম্যানের উদ্যোগ
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গুচ্ছ গ্রাম কালিদাস পাহালিয়া নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত নদীর করাল গ্রাসে গ্রামটির জমি ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ও অপরিকল্পিতভাবে নদী থেকে বালি উত্তোলনের কারণে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন যে, গ্রামটি রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই শত শত পরিবার গৃহহারা হবে। গুচ্ছ গ্রামের প্রতিষ্ঠাতা জাকির হোসেন বলেন, “এরশাদের আমলে আমার তত্ত্বাবধানে ৫০টি পরিবার নিয়ে গুচ্ছ গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। মৃত্যুর আগে যদি দেখি আমার স্বপ্নের গ্রাম ভাঙনের হাত থেকে বেঁচে গেছে, তাহলে আত্মা শান্তি পাবে।” এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে নদীতে বাঁশ ও বল্লি পুঁতে ভাঙন রোধে প্রাথমিক কাজ শুরু করেছেন। চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, “আল্লাহর নাম নিয়েই কাজ শুরু করেছি। আমি জানি এই পদক্ষেপ খুবই ক্ষুদ্র, তবে আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখে হয়তো বড় বিপদ থেকে রক্ষা করবেন। স্থায়ী সমাধানের জন্য সরকারি প্রকল্প বাস্তবায়ন খুব জরুরি।”
এদিকে এলাকাবাসী দ্রুত স্থায়ী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, প্রতিবার প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবারও যদি সমাধান না আসে, তবে তারা আন্দোলনে নামবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category