সোনাগাজীতে সাইবার দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সোনাগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদ ও নেতৃত্বের পরিচিতি সভা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হারবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ মনির উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন।
বিশেষ অতিথি ফেনী জেলা সাইবার দলের সভাপতি জিয়া উদ্দিন বাবলু , সোনাগাজী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ,কমিশনার ফেনী জেলা সাইবার দলের সহ-সভাপতি মনির আহমেদ
সভার পরিচালনা: সভাটি সঞ্চালনা করেন উপজেলা সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ খান। বক্তব্য প্রদান সভায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভা ছাত্রদলের নেতা গিয়াস উদ্দিন হৃদয় সহ উপজেলা সাইবার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাইবার দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।