
মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম
ফেনীর সোনাগাজী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষা সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তাহেরুল ইসলাম বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে স্বস্তির পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। ইউএনও রিগ্যান চাকমা বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—এটাই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অপরদিকে প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তাহেরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। শিক্ষকরা দায়িত্বশীলভাবে তাদের তদারকি করছেন। এ সময় কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে পড়াশোনার অগ্রগতি ও সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ ও পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সোনাগাজীর অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন নিয়মিত তদারকি শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।