1. thpshopbd@gmail.com : admin :
“সাটুরিয়ায় হাটি পাড়া অগ্রদূত ক্লাবের কোকো স্মৃতি টুর্নামেন্টের শিরোপা টাঙ্গাইলের ঝুলিতে” - probahonews24
September 11, 2025, 9:44 am

“সাটুরিয়ায় হাটি পাড়া অগ্রদূত ক্লাবের কোকো স্মৃতি টুর্নামেন্টের শিরোপা টাঙ্গাইলের ঝুলিতে”

মোঃ আব্দুল জলিল পাশা, ষ্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ
  • Update Time : Sunday, September 7, 2025
  • 78 Time View
“সাটুরিয়ায় জমকালো ফাইনাল, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নজরুল সেনার ট্রফি জয়”

“সাটুরিয়ায় হাটি পাড়া অগ্রদূত ক্লাবের কোকো স্মৃতি টুর্নামেন্টের শিরোপা টাঙ্গাইলের ঝুলিতে”

রিপোর্ট: মোঃ আব্দুল জলিল পাশা, ষ্টাফ রিপোর্টার , মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাটি পাড়া অগ্রদূত ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। খেলার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রবাসী জনাব মোঃ রাসেল মিয়া (পাওনান)। উদ্বোধক ছিলেন হাটি পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়ছার রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ শরিফ উল আলম বাবুল ফাইনালে মুখোমুখি হয় নাগরপুর নজরুল সেনা টাঙ্গাইল বনাম নিপু ফুটবল একাদশ জান্না। ম্যাচে নজরুল সেনা দুর্দান্ত খেলায় প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে। চ্যাম্পিয়ন হিসেবে নজরুল সেনা টাঙ্গাইল পায় ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ নিপু একাদশ জান্না অর্জন করে ১ লক্ষ টাকা। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় দর্শকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎসাহই জোগায় না, বরং তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category