“সত্য সংবাদ প্রকাশেই বদলে যাবে ফেনী: সাংবাদিকদের উদ্দেশে শেখ ফরিদ বাহার”
রিপোর্ট: মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদই সুন্দর ফেনী গড়ার মূল চালিকাশক্তি। তিনি বলেন, কোনো দল বা ব্যক্তির প্রভাব-ভয় উপেক্ষা করে সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশ করতে হবে । তিনি আরো বলেন, সাংবাদিকরা শুধু সাধারণ খবরই নয়, যুদ্ধক্ষেত্র থেকেও জীবনবাজি রেখে সংবাদ সংগ্রহ করেন। পৃথিবীর প্রতিটি প্রান্তে সংবাদ পৌঁছে দেওয়ার কাজটি করেন সাংবাদিকরা। শনিবার ফেনী প্রেসক্লাবে দৈনিক আমার ফেনী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিথ্যা মামলায় হয়রানির প্রসঙ্গ টেনে শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, সোনাগাজী ও ফুলগাজীর কিছু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে মামলা বাণিজ্যে লিপ্ত হয়েছে। মামলার এন্ট্রির আগেই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীদের ভীতি তৈরি করে চাঁদাবাজি করছে। এমনকি মহিপালের গণহত্যা মামলায় নিরপরাধ মানুষকে আসামি করে তাদের পরিবারকে জিম্মি করা হচ্ছে। তিনি উদাহরণ টেনে বলেন, সম্প্রতি ছাগলনাইয়ার এক ব্যক্তি মহিপাল গণহত্যা মামলায় আমাদের দলের ১৭ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করেছেন। তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্কই নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, এই মামলা বাণিজ্যের সাথে পুলিশেরও যোগসাজশ রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন—“আপনারা কলমের শক্তিকে ব্যবহার করে এই অপকর্ম প্রতিহত করুন। কলমের “ শক্তি কামানের শক্তির চেয়েও প্রবল ”
তিনি আরো বলেন, আওয়ামী লীগ করা কোনো অপরাধ নয়। মহিপালের গণহত্যায় যাদের সম্পৃক্ততা রয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। তবে কাউকে আসামি করার আগে অবশ্যই ঘটনার সত্যতা যাচাই করতে হবে।অবশেষে তিনি আহ্বান জানিয়ে বলেন—“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর ফেনী গড়ি। আর সেই সুন্দর ফেনী গড়ার প্রকৃত কারিগর হলো সাংবাদিক সমাজ।”