1. thpshopbd@gmail.com : admin :
মোয়াল্লেম পরিচয়ে স্বর্ণ চোরাচালান: ঢাকায় বিমানবন্দরে 58 ভরি স্বর্ণসহ একজন আটক - probahonews24
January 16, 2026, 8:44 pm

মোয়াল্লেম পরিচয়ে স্বর্ণ চোরাচালান: ঢাকায় বিমানবন্দরে 58 ভরি স্বর্ণসহ একজন আটক

মোহাম্মদ ছানাউল্লাহ,এভিয়েশন করেসপন্ডেন্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর
  • Update Time : Friday, January 16, 2026
  • 21 Time View
মোয়াল্লেম পরিচয়ে ওমরাহ ফেরত যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেছে এপিবিএন।
34

ওমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ, নগদ টাকা ও সৌদি রিয়াল

মোহাম্মদ ছানাউল্লাহ,এভিয়েশন করেসপন্ডেন্ট

ঢাকা — ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম পরিচয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮ ভরি স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন গিয়াস উদ্দিন। সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশিতে স্বর্ণ উদ্ধার
পরবর্তীতে তার গলায় ঝুলানো হাজীদের ব্যবহৃত একটি ব্যাগ তল্লাশি করে ২১ ক্যারেটের ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ৬৮০ গ্রাম।

উদ্ধারকৃত মালামাল
এপিবিএন জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
২১ ক্যারেটের স্বর্ণ: ৬৮০ গ্রাম (প্রায় ৫৮ ভরি)
নগদ টাকা: ৭৭ হাজার ৫৫০ টাকা
বিদেশি মুদ্রা: ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল

চোরাচালান সিন্ডিকেটের যোগসূত্র
প্রাথমিক তদন্তে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে মোয়াল্লেম হিসেবে কাজ করে আসছিলেন এবং বিভিন্ন ওমরাহ হজযাত্রীকে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে পাচার করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছিলেন। আইনগত ব্যবস্থা ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এপিবিএন জানিয়েছে, বিমানবন্দরে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সিন্ডিকেট শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category