1. thpshopbd@gmail.com : admin :
ভোলা-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জাহাঙ্গীর এম. আলম ভোলা প্রতিনিধি॥ - probahonews24
September 11, 2025, 9:44 am

ভোলা-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জাহাঙ্গীর এম. আলম ভোলা প্রতিনিধি॥

Reporter Name
  • Update Time : Wednesday, September 10, 2025
  • 5 Time View

ভোলা-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জাহাঙ্গীর এম. আলম
ভোলা প্রতিনিধি
দলীয় ও তৃণমূল পর্যায়ে নানামূখি প্রশংসনিয় কার্মকান্ডের কারণে ভোলা-২ আসনে (বোরহানউদ্দিন- দৌলতখান) জনপ্রিয়তার শীর্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট্রের সভাপতি, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক ও তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের যুক্তরাষ্ট্রের সভাপতি প্রবাসী জাহাঙ্গীর মোহাম্মদ আলম। বিগত সৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে বিভিন্ন জুলুম অত্যাচার সহ্য করে, রাজপথ থেকে একটুও সরে দাড়াননি এ জনপ্রিয় নেতা।

একান্ত স্বাক্ষাতকারে এ নেতা সাংবাদিকদের জানান, আমি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে দেশে ও প্রবাসে আমার প্রিয় সংগঠন বিএনপিকে সু-সংগঠিত করার জন্য সাধ্যমতো কাজ করেছি। এসব কাজ করতে গিয়ে আমাকে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। বিএনপির দূর্দিনে আমি দেশে ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের নেতা-কমীদের সাথে যোগাযোগ রেখে দলের জন্য আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। শহীদ জিয়াউর রহমানের মৃত্যু ও জন্মবার্ষিকী পালন, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীসহ সংগঠনের উল্লেখযোগ্য দিবস গুলোতে আমি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে প্রবাসে নানামূখী কর্মসূচী পালন করেছি।
অন্যদিকে আওয়ামী সরকারের আমলে নির্যাতিত নেতা কর্মীদের আর্থিক সহযোগীতা ও মিথ্যা মামলা থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে গত ২০২৪সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আমার সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগীতা করেছি। তার পাশাপাশি সহযোগীতা করেছি অনেক নিহত পরিবারের।

আমার নানামূখি জনকল্যান মূলক কার্মকান্ডের কারণে একটা সময় আমি আমার নির্বাচনী এলাকা ভোলা-২ আসনের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠি। তারা আমাকে বার বার জানায়, বোরহানউদ্দিন ও দৌলতখান বর্তমানে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দখলে চলে গেছে। একটি মহল প্রভাব খাটিয়ে এলাকায় রাম-রাজত্ব কায়েম করছে। কোন সাধারণ মানুষ এখন রাতের বেলা নিরাপদে ঘূমাতে পারছে না। বর্তমানে নিরাপত্তাহীনতায় অধিকাংশ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে।

তারা আমাকে আরো জানায়, একটি সন্ত্রাসী মহলের কাছে জিম্মি হয়ে আসহায় জীবন কাটাচ্ছে, বোরহানউদ্দিন ও দৌলখানের মানুষ। এই অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য এবং একমাত্র তাদের অনুরোধক্রমে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে নির্বাচন করা সিদ্ধান্ত নেই।
এ সংবাদ শুনে তেলে বেগুনে জলে ওঠে আমার প্রতিদন্ধী প্রার্থীর পালিত ক্যাডার বাহিনী। তারা আমাকে নির্বাচনী এলাকায় যাবার পথে দুই দুইবার বাধাগ্রস্ত করে। ভাংচুর করে আমার সমর্থকদের একাধিক মোটর সাইকেল এবং পিটিয়ে আহতকরে অনেককে।

আমি যাতে আমার নির্বাচনী এলাকার মানুষদের কাছে যেতে না পারি, এরজন্য আমার যাবার পথে একাধিকবার ব্যারিক্যাড সৃষ্টি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা । ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এম. জাহাঙ্গীর আলম আরো জানান, আগামী সংসদ নির্বাচনে আমি যদি মানুষের ভালোবাসার রায়ের মাধ্যমে এমপি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম কাজ থাকবে, বোরহানউদ্দিন ও দৌলতখানের সাধারণ মানুষকে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে মুক্ত করা।
একজন প্রভাবশালী প্রার্থী চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে এ জনপদটি। একটি মানুষও বর্তমানে নিরাপদে নাই। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগণ। এ চাঁদাবাজ, দখলবাজদের হাত থেকে তারা দ্রুত মুক্তি পেতে চায়।

আগামী সংসদ নির্বাচনটি যদি সুষ্ট ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়, আর মানুষ যদি নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তবে আমি আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে ভোলা-২ আসন থেকে নির্বাচিত হবো। আর নির্বাচিত হবার পর আমার প্রথম কাজ থাকবে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ী ভাবে রক্ষা করা।
অন্যদিকে দীর্ঘদিনের আবহেলিত এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল অবকাঠামোর সার্বিক উন্নয়ন করা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সরেজমিনে গিয়ে ঘুড়ে দেখেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সবচেয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, বোরহানউদ্দিন, দৌলতখানের মানুষ। এখানে আপনারা একটিও ভালো রাস্তা খুজে পাবেন না। এ দুই উপজেলার সকল রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। এসব দেখেও তৎকালিন এমপি আলী আজম মুকুল শুধু নিজের আখের গুছিয়েছে।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে হালাল পথে অনেক টাকা ইনকাম করেছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমার নিজের উন্নতির জন্য আমি এমপি হওয়ার চিন্তা করছি না। আল্লাহ যদি আমাকে মানুষের উপকার করার সুযোগ করে দেন, তাহলে আমি শুধু সরকারি বরাদ্ধ না, নিজের অর্থ ব্যায় করে হলেও আমার নির্বাচনী এলাকার মানুষদের কল্যাণে সার্বাধিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category