1. thpshopbd@gmail.com : admin :
বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - probahonews24
January 16, 2026, 8:44 pm

বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 16, 2026
  • 16 Time View
দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনের ৩৪ বছর পূর্ণ করলো বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি।
25

দুর্গম পার্বত্য সীমান্তে গৌরবোজ্জ্বল দায়িত্ব পালনের ৩৪ বছর

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ব্যাটালিয়নটি ১৯৯২ সালের ১৫ জানুয়ারি ঢাকা সেক্টরের অধীনে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালের ১৩ মার্চ থেকে পার্বত্য অঞ্চল বলিপাড়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ৩৮ বিজিবি দুর্গম পার্বত্য সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি উন্নয়ন, চোরাচালান দমন, অপারেশন উত্তরণ-এর আওতায় কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন (সিআইও), অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বাদ ফজর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এবং ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ। আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৫৬৫৮ কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান এবং অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এছাড়াও সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দসহ ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ব্যাটালিয়নের সকল সদস্যের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category