1. thpshopbd@gmail.com : admin :
ফেনী শহীদ মিনার দখলমুক্ত করার দাবি: হকার–মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব - probahonews24
September 11, 2025, 9:44 am

ফেনী শহীদ মিনার দখলমুক্ত করার দাবি: হকার–মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, September 5, 2025
  • 99 Time View

ফেনী শহীদ মিনার দখলমুক্ত করার দাবি: হকার–মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী শহরের ঐতিহ্যবাহী শহীদ মিনার প্রাঙ্গণ হকার, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের অবাধ কার্যক্রমে দখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকাল ৫টার পর শহীদ মিনারের পশ্চিম গেটে হকার ও কিশোর গ্যাং সদস্যরা জটলা বাঁধে। সেখানে প্রকাশ্যে গাঁজা ও কোমল পানীয় বিক্রি হয়। এলাকাবাসীর অভিযোগ, তাদের দাপট এতটাই বেড়েছে যে, প্রশাসনের কর্মকর্তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ ও হাত তোলার মতো ঘটনা ঘটছে।
গত দুদিন আগে ফেনী পৌরসভা, নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী এবং পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান চালালে হকার ও কিশোর গ্যাং একত্রিত হয়ে পৌরসভার লোকজনকে আক্রমণ করে। এতে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রশ্ন উঠছে—এত শক্তি ও প্রভাব এ হকার ও কিশোর গ্যাং কোথা থেকে পাচ্ছে? এ অবস্থায় ফেনী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে শহীদ মিনার প্রাঙ্গণকে দখলমুক্ত করার দাবি তুলেছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা এন্ড লিগ্যাল এইড, ডিসট্রিক্ট হিউম্যান রাইটস ব্রাঞ্চ, ফেনী জোন এর পক্ষ থেকে বলা হয়েছে— “হকার, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় না আনা হলে শহীদ মিনারের মর্যাদা ক্ষুণ্ন হবে এবং জনজীবনে আরও ভোগান্তি বাড়বে।” স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে, নতুবা শহীদ মিনার প্রাঙ্গণ পুরোপুরি দখল হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category