1. thpshopbd@gmail.com : admin :
ফেনী রেলস্টেশনে অসহায় নারীর সন্তান প্রসব, মানবিক সহায়তায় পাশে কুইক রেসপন্স টিম - probahonews24
September 11, 2025, 9:44 am

ফেনী রেলস্টেশনে অসহায় নারীর সন্তান প্রসব, মানবিক সহায়তায় পাশে কুইক রেসপন্স টিম

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 10, 2025
  • 39 Time View
ফেনী রেলস্টেশনে নারীর সন্তানের জন্ম

ফেনী রেলস্টেশনে অসহায় নারীর সন্তান প্রসব, মানবিক সহায়তায় পাশে কুইক রেসপন্স টিম

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী রেলস্টেশনে ঘটে গেল এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনা। গত ৯ সেপ্টেম্বর রাতে স্টেশনের প্ল্যাটফর্মে এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারী সন্তানের জন্ম দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় Quick Response Team ও FPI Helping Hand Society-এর সদস্যরা। তারা তৎক্ষণাৎ মা ও নবজাতককে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মা ও শিশু সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন— সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার অনন্য উদাহরণ। অচেনা নারী ও নবজাতকের জীবনের ঝুঁকির মুহূর্তে যে সহায়তা করা হয়েছে, তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। FPI Helping Hand Society জানায়, অসহায় মানুষের সেবাই তাদের প্রধান লক্ষ্য। সমাজের যে কোনো প্রান্তে বিপদের মুহূর্তে তারা সর্বদা প্রস্তুত থাকতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category