1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে যুবদল নেতা কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্য’ অভিযোগ - probahonews24
September 11, 2025, 9:55 am

ফেনীতে যুবদল নেতা কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্য’ অভিযোগ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 9, 2025
  • 28 Time View
৩.৫ লাখ টাকার বিনিময়েও মিলেনি প্রত্যাশিত পদ—অভিযোগ কর্মীর

ফেনীতে যুবদল নেতা কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্য’ অভিযোগ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে কমিটি গঠনকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও প্রতারণার অভিযোগ উঠেছে। গত ৬ সেপ্টেম্বর ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর খোন্দকার মো. বেলাল হোসেন নামে এক যুবদল কর্মী লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ঘনিষ্ঠতার সুবাদে আহ্বায়ক কবির আহমেদ ডিপলু ধাপে ধাপে তার কাছ থেকে মোট সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। বিনিময়ে সিন্দুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী পদ দেননি। এতে তিনি প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, শুধু তিনিই নন, আরও কয়েকজন কর্মীর কাছ থেকেও বিভিন্ন পদ দেওয়ার আশ্বাসে টাকা নিয়েছেন ডিপলু। এ বিষয়ে কবির আহমেদ ডিপলু অভিযোগ অস্বীকার করে বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এদিকে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার বলেন, “আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি, তবে দপ্তর থেকে বিষয়টি জেনেছি। কেউ যদি পদ দেওয়ার নামে অর্থ লেনদেন করে এবং কেউ সেই অর্থ প্রদান করে, তাহলে উভয়ই অপরাধী। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category