1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে “নরনীয়া সংগঠন”-এর আত্মপ্রকাশ: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের মিলনমেলা - probahonews24
September 11, 2025, 9:55 am

ফেনীতে “নরনীয়া সংগঠন”-এর আত্মপ্রকাশ: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের মিলনমেলা

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, September 8, 2025
  • 48 Time View
লোগো উন্মোচনের মাধ্যমে ২১ সদস্যের কমিটির যাত্রা শুরু করল নরনীয়া

ফেনীতে “নরনীয়া সংগঠন”-এর আত্মপ্রকাশ: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের মিলনমেলা

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “নরনীয়া”। গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাক্তন সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তায়বুল হক, আবু তাহের (সাবেক প্রতিনিধি, প্রথম আলো), এডভোকেট নুরুল আমিন খান, ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, এবং নরনীয়া স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর টুটুল কান্তি সাহা এবং সঞ্চালনায় ছিলেন আইনুল হক এমিল। নরনীয়ার সেক্রেটারি ইমন উল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমিলের কণ্ঠে ফেনীর আঞ্চলিক গান পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। ধারাবাহিকভাবে অতিথিরা তাদের বক্তব্যে নরনীয়ার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা ও প্রভাব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্জুন গাছের চারা রোপণ করা হয়, যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে সকলকে অনুপ্রাণিত করে। লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২১ সদস্য বিশিষ্ট নরনীয়া সংগঠনের কার্যকরী পরিষদ। এসময় উপস্থিত ছিলেন আলাল উদ্দিন আলাল, ডা. শাহনেওয়াজ সিরাজ (মামুন), মহিবুল হক চৌধুরী রাসেল, আবু তাহের ভূঁইয়া, ডা. জালাল উদ্দিন মেনন, ইঞ্জিনিয়ার শওকত চৌধুরী, জিয়া উদ্দিন, রিয়াজ উদ্দিন রবিন, জাকারিয়া ফারুক, পৃথ্বীরাজ চক্রবর্তী, আব্দুল্লাহ আল আমিন, এডভোকেট অমিত মজুমদার, মোরশেদা হ্যাপি, ফখরুল ইসলাম রাহাত, মুহাইমীন তাজিম, শারমিনে নিশু ও রোমেনা বিনতে আজিজ শশীসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category