1. thpshopbd@gmail.com : admin :
পাঁচগাছিয়ায় প্রতিবন্ধীর জমি বিক্রির 5 লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ - probahonews24
January 16, 2026, 8:44 pm

পাঁচগাছিয়ায় প্রতিবন্ধীর জমি বিক্রির 5 লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, January 16, 2026
  • 24 Time View
ফেনীর পাঁচগাছিয়ায় প্রতিবন্ধীর জমি বিক্রির ৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের।
31

ওবায়দুল হক বাবলুর বিরুদ্ধে আদালতে মামলা, সমন জারি

মোহাম্মদ হানিফ,ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী — ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এক প্রতিবন্ধী ব্যক্তির জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ওবায়দুল হক বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার বাদী মো. জামাল উদ্দিন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাসিন্দা ও মো. ইলিয়াছের ছেলে। অপরদিকে অভিযুক্ত ওবায়দুল হক বাবলু একই ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ গ্রামের বাসিন্দা এবং আবদুর রশিদের সন্তান। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে বাদী ও অভিযুক্তের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত বাবলু বাদীকে তার মালিকানাধীন জমি বিক্রিতে উদ্বুদ্ধ করেন।

বাদীর মালিকানাধীন নিম্ন তফসিলভুক্ত মোট ৫৮ শতক জমি বিক্রির জন্য অভিযুক্তের তদারকিতে ৫নং সাক্ষীর নিকট রেজিস্ট্রি সম্পন্ন হয়। জমিটির মূল্য নির্ধারণ করা হয় মোট ১৪ লাখ টাকা, যা বাদীকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেন অভিযুক্ত। এজাহারে উল্লেখ করা হয়, রেজিস্ট্রির সময় অভিযুক্ত ৫নং সাক্ষীর কাছ থেকে পুরো ১৪ লাখ টাকা গ্রহণ করে বাদীকে পরবর্তীতে পরিশোধের আশ্বাস দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ১০ হাজার ও ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা দিলেও বাকি ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ না করে দীর্ঘদিন কালক্ষেপণ করতে থাকেন তিনি।

মামলার দ্বিতীয় অংশে উল্লেখ করা হয়, নির্দিষ্ট দিনে বাদী তার বকেয়া টাকা চাইতে গেলে অভিযুক্ত সম্পূর্ণ লেনদেন অস্বীকার করেন। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্ত বাদীর বুকের ডান পাশে জোরে দুটি ঘুষি মারেন। এতে বাদী গুরুতর ব্যথায় আক্রান্ত হন। পুনরায় প্রতিবাদ করায় অভিযুক্ত তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর আহত বাদী চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৫০৬(১১) ও ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী প্রতিবন্ধী জামাল উদ্দিন তার ন্যায্য পাওনা অর্থ উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category