পরশুরামে কৃষি অফিসের অবহেলায় বিপাকে কৃষক, দোকানদারদের ভরসায় ক্ষতিগ্রস্ত ফসল
রিপোর্ট: মোঃ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
পরশুরাম উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত দিকনির্দেশনা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষজ্ঞ পরামর্শের অভাবে অনেকেই বাধ্য হয়ে বাজারের দোকানদারদের কাছ থেকে কীটনাশক ও বিভিন্ন ঔষধ কিনে ব্যবহার করছেন, যার ফলে ক্ষতির মুখে পড়ছে চাষাবাদ। পৌর এলাকার বাসপদুয়া গ্রামের কয়েকজন কৃষক অভিযোগ করেন, কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাওয়া যায় না। ফোন দিলেও তারা সাড়া দেন না। ফলে কৃষকরা দোকানদারদের পরামর্শে কীটনাশক ব্যবহার করছেন। এতে তাদের রোপার ধান লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের দাবি, দোকানদাররা অধিক মুনাফার আশায় প্রয়োজনের বাইরে অনুমান করে ওষুধ বিক্রি করছে। এতে একদিকে কৃষকদের অতিরিক্ত খরচ হচ্ছে, অন্যদিকে জমির ফসল নষ্ট হয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে কৃষকরা জরুরি ভিত্তিতে কৃষি অফিসের মাঠকর্মীদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন।