1. thpshopbd@gmail.com : admin :
“নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ভোলা জামে মসজিদের খতিব” - probahonews24
September 11, 2025, 9:44 am

“নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ভোলা জামে মসজিদের খতিব”

মোঃ এনামুল হক ডালিম, জেলা প্রতিনিধি, ভোলা
  • Update Time : Sunday, September 7, 2025
  • 13 Time View
ভোলায় মসজিদের খতিব নোমানীকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ”

“নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ভোলা জামে মসজিদের খতিব”
মোঃ এনামুল হক ডালিম, জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক আমিনুল ইসলাম নোমানীকে (প্রায় ৪৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নোমানী ওই এলাকার এনামুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নোমানীর স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। তিনি একাই ঘরে ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোঃ হাছনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, ধর্মপ্রাণ মুসল্লিরা আমিনুল ইসলাম নোমানীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category