
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ এবং ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–৩০০ বান্দরবান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোঃ সানাউল্লাহ। মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের অবাধ ভোটাধিকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাসহ ভিজিল্যান্স টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের বিশেষ বাস্তবতা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকালীন যেকোনো অনিয়ম দ্রুত প্রতিরোধে সংশ্লিষ্ট সেলগুলোর সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা, পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।