ছাগলনাইয়ায় বাল্যবিবাহের চেষ্টা ব্যর্থ: বরের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে বরের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
বুধবার দুপুরে পাঠাননগর ইউনিয়নের শান্তি কমিউনিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ফুলগাজীর শ্রীচন্দ্রপুর গ্রামের আবদুল মতিনের ছেলের বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ তারা কমিউনিটি সেন্টারে পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতা আবদুল মতিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া এবং বর সংশ্লিষ্ট কিশোরীকে বিয়ে করবেন না—এমন মুচলেকা নেওয়া হয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এই পদক্ষেপ এলাকায় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।