1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - probahonews24
January 16, 2026, 8:45 pm

চিরিরবন্দরে ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ আমজাদ হোসেন, দিনাজপুর ,জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 23 Time View
চিরিরবন্দর উপজেলার ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
17

শিক্ষার্থী ও অভিভাবক সচেতনতা বৃদ্ধিতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আমজাদ হোসেন, দিনাজপুর ,জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট সংলগ্ন ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুলে প্যারেন্টিং কনফারেন্স, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টিতে বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা নিয়মিত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে বৃত্তি অর্জন করছে।

স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পড়ালেখার গুণগত মানও ক্রমশ উন্নত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার বর্তমান বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “সুশিক্ষিত শিশুরাই আগামীর আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায় (প্রধান শিক্ষক, তালপুর উচ্চ বিদ্যালয় ও দৈনিক আলোকিত সকাল-এর বিশেষ প্রতিনিধি), মোঃ আব্দুর রহিম (চেয়ারম্যান, ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়ন ইউপি), মোঃ মিজানুর রহমান (অধ্যক্ষ, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল), ডা. মনীন্দ্রনাথ রায় (সরকারি অধ্যাপক, হাতীবান্ধা সরকারি কলেজ, লালমনিরহাট), কালিপদ রায় (সহকারী অধ্যাপক, কারেন্ট হাট ডিগ্রী কলেজ), মোঃ রাজিউল ইসলাম (প্রভাষক, দারুন ফালাহ আলিম মাদ্রাসা এন্ড বিএমটি কলেজ), গৌরাঙ্গ প্রসাদ রায় (প্রভাষক, আমবাড়ি মহিলা কলেজ), মোঃ হাসিম সরকার (প্রধান শিক্ষক, ডায়নামিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল), মোঃ আমির আলী (খতিব, কারেন্ট হাট পুরাতন জামে মসজিদ) এবং মোঃ আশিকুল ইসলাম (ইউপি সদস্য, ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন ইউপি) সহ অন্যান্য শিক্ষাবিদ ও সুনামধন্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন হৃদয়ছোঁয়া ছিল। বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল মায়েদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি, যা অভিভাবক সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, ডায়নামিক রেসিডেনশিয়াল মডেল স্কুল শুরুতে যৌথভাবে বা ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করলেও ২০১৮ সালে নিজস্ব জায়গায় অবকাঠামো গড়ে দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category