1. thpshopbd@gmail.com : admin :
“চলাচলের সঙ্কটেই অমানবিক পরিস্থিতি, মহিপালে দেয়াল ভেঙে লাশ বের” - probahonews24
September 11, 2025, 9:55 am

“চলাচলের সঙ্কটেই অমানবিক পরিস্থিতি, মহিপালে দেয়াল ভেঙে লাশ বের”

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, September 6, 2025
  • 60 Time View
“৪০ বছরের ভোগান্তি: মহিপালে মৃতদেহ বের করতে দেয়াল ভাঙার ঘটনা”

“চলাচলের সঙ্কটেই অমানবিক পরিস্থিতি, মহিপালে দেয়াল ভেঙে লাশ বের”

রিপোর্ট:
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর মহিপালে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিলো চলাচলের সংকীর্ণ পথ। মাত্র দুই ফুট জায়গা দিয়ে মৃতদেহ বের করা সম্ভব না হওয়ায় অবশেষে দেয়াল ভেঙে মরদেহ বাইরে নিয়ে এসে দাফনের ব্যবস্থা করতে হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও ক্ষারণে ফুঁসছেন স্থানীয়রা। ০৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটায় দীর্ঘদিন কিডনি রোগে ভুগে ফেনী জেডইউ মডেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয় যুবক আরিফ। তার মরদেহ গোসল ও শেষ দেখার পর দাফনের সময় যখন বাইরে নেওয়ার কথা ওঠে, তখনই দেখা দেয় বিপত্তি। মাত্র দুই ফুট রাস্তা দিয়ে কফিন বা মরদেহ বের করা সম্ভব হয়নি। বাড়ির লোকজন জানায়, অনেক অনুরোধ ও চেষ্টা-সাধনার পর দেয়াল ভেঙে অবশেষে মরদেহ বের করে এশার পর দাফন সম্পন্ন করা হয়। তবে এ প্রক্রিয়া ঘিরে সারাদিন এলাকায় তীব্র উৎকণ্ঠা ও আলোচনার ঝড় বয়ে গেছে। প্রায় ৪০ বছর ধরে চলাচলের সঠিক রাস্তা না থাকায় ভোগান্তিতে আছেন স্থানীয় কয়েকটি পরিবার। শুধু মৃত ব্যক্তিই নয়, অসুস্থ কাউকে বহন করা, বাজারের মালপত্র আনা-নেওয়া কিংবা আসবাবপত্র ঘরে ঢোকানোও অত্যন্ত কষ্টসাধ্য। এমনকি সামান্য বৃষ্টিতেই পানি জমে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ছে। এর ফলে মশা ও পোকামাকড়ের যন্ত্রণায় অনেকেই ভিটেমাটি ছেড়ে চলে গেছেন। স্থানীয়রা জানান, বারবার পৌর প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের দ্বারে ঘুরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। বৈঠক হলেও টাকার হিসাব-নিকাশে সমাধান আটকে গেছে বলে অভিযোগ রয়েছে।এবার তারা অভিযোগ নয়, সরাসরি সমাধান চান। দ্রুত ব্যবস্থা না নিলে স্মারকলিপি, মানববন্ধনসহ কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category