1. thpshopbd@gmail.com : admin :
ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার তারিকুল ইসলাম ভূইয়ার - probahonews24
September 11, 2025, 9:44 am

ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার তারিকুল ইসলাম ভূইয়ার

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, September 5, 2025
  • 49 Time View
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া—রাজনীতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার

ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার তারিকুল ইসলাম ভূইয়ার

মোহাম্মদ হানিফ, ফেনী সদর প্রতিনিধি (চট্টগ্রাম)

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া ঘোষণা দিয়েছেন—বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন তাঁর নেই। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দেশের কোনো আসনের প্রার্থী হচ্ছেন না। রাজনীতি মানে ক্ষমতার লোভ নয় । তারিকুল ইসলাম ভূইয়ার মতে, রাজনীতি মানে কেবল ক্ষমতা অর্জন নয়; মানুষের অধিকার, দুঃখ-কষ্ট ও দাবিগুলো তুলে ধরা। তিনি বলেন—
“জনপ্রতিনিধি হলে নানা প্রতিশ্রুতি দিতে হয়, কিন্তু তা পূরণ না হলে সেটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। আমি প্রতিশ্রুতির নামে প্রতারণা করতে চাই না। ক্ষমতা আল্লাহর দান, এটি কারও স্থায়ী নয়।”

ফেনী–২ আসনে অবস্থান তিনি স্বীকার করেছেন, ফেনীর দুই আসনের দিকে তাঁর বিশেষ নজর ছিল। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ফেনী–২ আসনে তিনি প্রার্থী হচ্ছেন না। “এই আসনে প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ যদি প্রার্থী হন, আমি প্রতিদ্বন্দ্বিতা নয়—সহযোগিতা করব। ফেনীকে এগিয়ে নিতে আমাদের ঐক্য দরকার।”

আন্দোলন ও অভিজ্ঞতা
তারিকুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বারবার গ্রেপ্তার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। “আমাকে স্তব্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমি ভেঙে পড়িনি,” —বলেছেন তিনি। অতীতে তিনি একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন— ২০১৮ সালে ফেনী–১ আসনে সংসদ নির্বাচন ২০১৪ সালে ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ঢাকায় সংসদ নির্বাচন ২০২১ সালে ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী তবে এখন তাঁর কাছে মানুষের কল্যাণই বড় অর্জন। দলীয় কার্যক্রম তিনি জানান, জনতার অধিকার পার্টির সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে গতিশীল হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে জনগণ এই অঙ্গীকারের সুফল ভোগ করবে।

🔹 ফেনীবাসীর উদ্দেশে বার্তা ফেনীবাসীর উদ্দেশে তিনি বলেন— “আমি ক্ষমতার রাজনীতি করব না। জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে থেকে কাজ করব। আপনাদের আস্থা, ভালোবাসা আর দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category