1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত - probahonews24
January 16, 2026, 8:45 pm

আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
  • Update Time : Monday, December 1, 2025
  • 119 Time View
আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত
24

বৈষম্যের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান, ০১ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্যের প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মবিরতি পালিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম

প্রধান শিক্ষক বলেন,
“আলীকদম উপজেলায় একটি মাত্র সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। মাত্র ৬ জন সরকারি শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। গত ২৩ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা চলমান ছিল। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ০১ ডিসেম্বর থেকে আমরা বৈষম্য নিরসন ও চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু করেছি।”

তিনি আরও জানান, দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ
১) সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা ও দ্রুত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন।
২) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা।
৩) সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত ৩ কর্মদিবসের মধ্যে প্রদান।
৪) ২০১৫ সালের পূর্বের নিয়ম অনুযায়ী সহকারী শিক্ষকদের ২ বা ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন বৃদ্ধির পুনর্বহাল।

কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি চলমান থাকবে বলেও প্রধান শিক্ষক জানান।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category